স্ট্রোক করে ১১ দিন ধরে হাসপাতালে গ্রায়েম পোলক

গ্রায়েম পোলকের (বাঁমে) সঙ্গে শন পোলক। ছবি: ক্রিকইনফো

স্ট্রোক করে ১১ দিন ধরে হাসপাতালে গ্রায়েম পোলক

অনলাইন ডেস্ক

শন পোলককে চেনেন না এমন ক্রিকেট পাগল পাওয়া যাবে না বললেই চলে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট কিংবদন্তির চাচা গ্রায়েম পোলকও ছিলেন বেশ নামকরা ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন তিনি।

৬০ দশকের এই ক্রিকেট কিংবদন্তি স্ট্রোক করেছেন সম্প্রতি।

আপাতত হাসপাতালে আছেন গ্রায়েম পোলক। আজ এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি।

সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার। ’
news24bd.tv/aa