তিন মাসে বাংলাদেশ থেকে প্রায় ৭৬ লাখ ভিডিও সরালো টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে প্রায়প্রায় ৭৬ লাখ ভিডিও সরালো টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে প্রায় ৭৬ লাখ ভিডিও সরালো টিকটক

অনলাইন ডেস্ক

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। টিকটকের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় এসব ভিডিও মুছে ফেলা হয়েছে।  

আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ।

এই ভিডিওগুলোর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

টিকটকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা ভিডিওগুলোর প্রায় ৯৫ দশক ৩ শতাংশই আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। এ ছাড়া ভিডিও মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে বিশ্বজুড়ে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

news24bd.tv/aa

এই রকম আরও টপিক