ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য রাজনীতির ঊর্ধ্বে : বাণিজ্য প্রতিমন্ত্রী

ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য রাজনীতির ঊর্ধ্বে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরির মাধ্যমে বাজারের পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২ এপ্রিল) ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠানে রাখা বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী। আমদানি-রপ্তানি বাণিজ্যের বিষয়গুলো যেন রাজনীতির বাইরে থাকে সে জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য রাজনীতির ঊর্ধ্বে।

তেল-চিনি-ডালের দাম এখন নিম্নমুখী। ঈদেও দাম বৃদ্ধির কোন আশঙ্কা নেই।

সোমবার ভারত থেকে আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছায়। এ পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজারে বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি পেঁয়াজের ভোক্তামূল্য ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এ পেঁয়াজ দুই কেজি করে কিনতে পারবেন।

news24bd.tv/FA