'মায়ের স্বপ্ন পূরণ করতে চাই'

'মায়ের স্বপ্ন পূরণ করতে চাই'

অনলাইন ডেস্ক

গত ২৪ মার্চ মা হারিয়েছেন ঢালিউড নায়িকা পূজা চেরি। তবে মা চলে গেলেও মায়ের স্বপ্নগুলো পূরণ করে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার পথচলা চিত্রনায়িকার। সব কাজেই ছায়ার মতো পাশে থাকতেন তার মা ঝর্ণা রায়।

 মেয়েকে নিয়ে মায়েরও অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেসব পূরণের আগেই না ফেরার দেশে চলে গেলেন পূজার মা।  

পূজা বলেন, ‘মা, আমি তোমাকে কতটা ভালোবাসি, মা বেঁচে থাকতে তাঁকে তা বলতে পারিনি। আমি তো বুঝিনি, এত তাড়াতাড়ি মা আমাকে ছেড়ে হারিয়ে যাবেন, চলে যাবেন না ফেরার দেশে।

তবে মায়ের রেখে যাওয়া উপদেশ, মায়ের রেখে যাওয়া সব কথা মাথায় রেখেই নিজেকে সামনে এগিয়ে নেবেন বলে জানান পূজা। তিনি বলেন, ‘মা সব সময়ই আমাকে বলতেন, ‘‘পূজা তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। ’’ এখন সেসব কথাগুলো কানে বাজে। আমি আরও উৎসাহিত হই। ’

পূজা আরও বলেন, ‘মায়ের রেখে যাওয়া কথা মাথায় রেখেই ঈদের ছবির প্রচার করতে হবে। নতুন নতুন কাজ করতে হবে। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার পথচলা। আমার সব কাজে ছায়ার মতো মা পাশে থাকতেন। সেই সময় থেকেই মা চাইতেন, আমি যেন আমার কাজ দিয়ে বড় জায়গায় পৌঁছাতে পারি। আজ মা নেই, মাকে আর ফিরে পাব না। কিন্তু তাঁর স্বপ্ন আমি পূরণ করতে চাই, পূরণ করতে হবে আমাকে। ’

এদিকে, পূজা অভিনীত ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘লিপিস্টিক’ সিনেমা। গত শনিবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। গত রোববার সন্ধ্যার পর ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে ছবিটির প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

ঈদে ছবি মুক্তি প্রসঙ্গে পূজা বলেন, ‘ঈদ বাঙালিদের বড় উৎসব। সেই উৎসবে সিনেমা মুক্তি পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আনন্দেরও। ছবিটি ভালো কিছু হয়েছে বলেই মুক্তি দিচ্ছি আমরা। ’

news24bd.tv/TR

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর