আগামী বছর জিডিপির প্রবৃদ্ধি ৫.৭ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, ছবি সংগৃহীত

আগামী বছর জিডিপির প্রবৃদ্ধি ৫.৭ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৬, যা ২২-২৩ অর্থবছরে ছিলো ৫ দশমিক ৮। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে বিশ্বব্যাংক। আগামী ২৪-২৫ অর্থবছরে ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে তারা।

এদিন রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

তিনি বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে।

সেক আরও জানান, সংকোচনমূলক মুদ্রানীতি, সুদহার বৃদ্ধি, মুদ্রার বিনিময় হার, আর্থিক খাতে সংস্কার তথা বিভিন্ন খাতে ভর্তুকি তুলে নেয়াসহ অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সঠিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

আশাপ্রকাশ করে তিনি বলেন, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে কোন বাধা দেখছে না বিশ্বব্যাংক।

আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ।

আগামী দিনেও উচ্চ মূল্যস্ফীতির ধারা অব্যাহত থাকতে পারে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক