বুয়েটের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ছাত্রলীগ রাজনীতি করবে: সাদ্দাম হোসেন

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বুয়েটের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ছাত্রলীগ রাজনীতি করবে: সাদ্দাম হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বুয়েটের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ছাত্রলীগ রাজনীতি পরিচালনা করবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সাদ্দাম৷

সাদ্দাম বলেন, বুয়েটে ছাত্রলীগের নেতৃত্ব হবে শিক্ষার্থীদের বাছাই করা, কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে না। বুয়েটের শিক্ষার পরিবেশে যাতে বিঘ্নতা না ঘটে তা নিশ্চিতে প্রশাসনের নিয়ম মেনেই রাজনীতি করবে ছাত্রলীগ৷

আরও পড়ুন: বাংলাদেশকে কাশ্মীর হতে দেবো না: রিজভী

এ সময় বুয়েটকে স্মার্ট ছাত্র রাজনীতির দৃষ্টান্ত হিসেবে তৈরির ঘোষণা দেন তিনি।

ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুযোগে ধর্মীয় উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠেছে মন্তব্য করে সাদ্দাম বলেন, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় শিক্ষার্থীদের বিজয় হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বুয়েটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক