তীব্র জ্যামে এবার ভেস্তে গেল মাশরাফি-তামিমদের ম্যাচ

তীব্র জ্যামে এবার ভেস্তে গেল মাশরাফি-তামিমদের ম্যাচ

অনলাইন ডেস্ক

চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জ্যামের কারণে গত ১৪ মার্চ মাঠে আসতে দেরি করেন তামিম ইকবাল। ওইদিন দুই ঘণ্টা পর মাঠে পৌঁছান প্রাইম ব্যাংক অধিনায়ক, যা নিয়ে হয় সমালোচনা। তবে এবার এই জ্যামের কারণে ভেস্তেই গেল ডিপিএলের দুটি ম্যাচ।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সাভারের বিকেএসপিতে ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের।

তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত হয়ে যায়।

সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি চার দলের একটিও। ফলে বাধ্য হয়েই ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। একইসঙ্গে ম্যাচ দুটির জন্য নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকের গুলো দেওয়া হয়েছে আগামী পরশু।

এর আগে, আজ মঙ্গলবার ভোরে সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। সেখান থেকেই পাশের প্রাইভেটকারসহ পাঁচটি ট্রাকে ছড়িয়ে পড়ে আগুন। যার ফলে দেখা দেয় তীব্র যানজট। এরই প্রভাব পড়েছে তামিম-মাশরাফিদের ম্যাচে।

এ দিকে সাভারের ম্যাচ দুটি স্থগিত হলেও নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলছে আবাহনী-মোহামেডানের উত্তেজনাকর ম্যাচ।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক