ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নবাব কোনো জমি দান করেননি

জাকির তালুকদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নবাব কোনো জমি দান করেননি

জাকির তালুকদার

ফেসবুকে কিছুদিন ধরে ঘুরছে একটি পোস্ট। নবাব স্যার সলিমুল্লাহ-র ছবিসহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নবাব সলিমুল্লাহ নাকি ৬০০ বিঘা জমি দান করেছিলেন।
অধ্যাপক আবদুর রাজ্জাক বলছেন-- এই তথ্য মোটেও ঠিক নয়।

রমনার যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেটি পুরোটাই ছিল খাস জমি। নবাব পরিবারের জমি এমনিতেই তেমন বেশি ছিল না। তারা জমি দেবে কোত্থেকে? কেউ ইন্টারেস্টেড হলে ঢাকা কালেক্টরেটে গিয়ে যাচাই করে আসার পরামর্শ দিয়েছেন অধ্যাপক রাজ্জাক।
এমনকি 'সলিমুল্লাহ মুসলিম হল' প্রতিষ্ঠাতেও নবাব পরিবারের বিন্দুমাত্র আর্থিক অবদান নেই।
রাজ্জাক সাহেবের ভাষায়-- 'আবদুল্লাহ সোহরাওয়ার্দী লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল। এরা আহসান মঞ্জিলের টাকায় লেখাপড়া করেছে। এরা সলিমুল্লাহ-র মৃত্যুবার্ষিকী পালন করত। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রায় দশ বছর পরে তার একটা মৃত্যুবার্ষিকীতে তার নামে একটি ছাত্রাবাস করার প্রস্তাব এরা করেন। মুসলিম ছেলেদের জন্য হল তখন তৈরি হয়ে গেছে। আবদুল্লাহ সোহরাওয়ার্দী বললেন: এই হলকে সলিমুল্লাহ মুসলিম হল করা হোক। ' সেই প্রস্তাব মেনেই হলের নামকরণ।
[ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা। ]

সংযুক্তি: যারা এই তথ্য বিশ্বাস করবেন না, তাদেরকে আমিও অধ্যাপক রাজ্জাক-এর মতো পরামর্শ দিই-- ঢাকা কালেক্টরেটে গিয়ে ভেরিফাই করে আসতে পারেন।

লেখক: কথাসাহিত্যিক ও চিকিৎসক 

news24bd.tv/ডিডি