অর্থ পাচারের মামলায় ড. ইউনূসের জামিন বহাল, পরবর্তী শুনানি ২ মে

ড. মুহাম্মদ ইউনূস।

অর্থ পাচারের মামলায় ড. ইউনূসের জামিন বহাল, পরবর্তী শুনানি ২ মে

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের জামিন বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিকে, ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের বিষয়টি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ২ মে দিন ধার্য করেছেন একই আদালত। একইসাথে, মামলাটিকে বিশেষ জজ আদালত-৪ এ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বাজেট প্রণয়নে সহায়তা করবে এডিবি: অর্থমন্ত্রী

জামিন বহাল ও শুনানির বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, দেশে আইনের শাসন না থাকায় বালামুসিবত চলছে। এর ভেতরেই আমাদেরকে মুক্তির পথ খুজে বের করতে হবে।

গত ১ ফেব্রুয়ারি আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক