নির্বাচনের স্ট্যান্ডার্ড আরও বাড়াতে চাই: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

নির্বাচনের স্ট্যান্ডার্ড আরও বাড়াতে চাই: রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তার নিচে নামা নয়, বরং নির্বাচন কমিশন তারচেয়ে আরও উপরে উঠতে চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: অর্থ পাচারের মামলায় ড. ইউনূসের জামিন বহাল, পরবর্তী শুনানি ২ মে

রাশেদা বলেন, ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। গত জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সম্পুর্ণরুপে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পেরেছে, যা গণতন্ত্রের মূল চর্চা।

এ সময় দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলে জানান ইসি রাশেদা সুলতানা।

news24bd.tv/ab