২৫০০ জনের বেশি প্রার্থীকে নিয়োগ দেবে পিএসসি

২৫০০ জনের বেশি প্রার্থীকে নিয়োগ দেবে পিএসসি

২৫০০ জনের বেশি প্রার্থীকে নিয়োগ দেবে পিএসসি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্প্রতি নন ক্যাডারে বড় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েব সাইটে অভিজ্ঞ এবং অনভিজ্ঞদের জন্য দুটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেশিয়া), 
সিস্টেম অ্যানালিস্ট, 
জুনিয়র কনসালট্যান্ট, 
রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, 
প্রোগ্রামার সহকারী, 
প্রোগ্রামার, 
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, 
সহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি নং ১

আর অন্য বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (প্রশাসন), 
সরকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), 
সরকারি পরিচালক (সাধারণ), 
হাইড্রো মারফোলজিস্ট, 
হাইড্রলজিস্ট, সরকারি প্রকৌশলী, 
সরকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), 
সরকারি পরিচালক (মাইনিং), 
সরকারি পরিচালক (আইসিটি), 
সরকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), 
সিনিয়র কম্পিউটার অপারেটর, 
সরকারি পরিচালক টেলিভিশন, 
প্রকৌশল প্রশিক্ষণ, 
ইনস্ট্রাক্টর রসায়ন, ও পদার্থ, 
নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, 
আইন কর্মকর্তা, 
গবেষণা কর্মকর্তা, 
কৃষি প্রকৌশলী, 
প্রশাসনিক কর্মকর্তা, 
সহকারী গ্রন্থাগারিক, 
উপসহকারী পরিচালক, 
ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), 
উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, 
ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা পদে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি নং ২ 

যেভাবে আবেদন করবেন: ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। তবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন জমা দিতে হবে। ফি জমাদানের আগ পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে।

আবেদনের শেষ দিন: ৩০ এপ্রিল, ২০২৪

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন..

news24bd.tv/aa