পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ

পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ

পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের নেভিগেশন বারের স্থান পরিবর্তন করা হয়েছে। ব্যবহারের সুবিধার্থে এখন থেকে নেভিগেশন বারটি স্ক্রিনের নিচে থাকবে। গিজমোচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

মেটা মালিকানাধীন প্লাটফর্মটিতে নতুন ডিজাইনের নেভিগেশন বারে চ্যাট, কমিউনিটি, আপডেট ও কল এ চারটি ট্যাব যুক্ত করা হয়েছে। প্রতিটি ট্যাবে আলাদা আইকন দেওয়া হয়েছে। এছাড়া নেভিগেশন বারের রং সবুজ থেকে সাদা করা হয়েছে।

নেভিগেশন বার নিচে স্থানান্তর করার ফলে ব্যবহারকারীদের জন্য যেকোনো ট্যাবে প্রবেশ এখন আরও সহজ হবে বলে দাবি সংশ্লিষ্টদের।

ব্যবহারকারীরা বিভিন্ন ট্যাবের মধ্যে ট্যাপ বা সোয়াইপের মাধ্যমে নেভিগেট করতে পারবে সহজে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি এরইমধ্যে অনেক ব্যবহারকারীর কাছে জনপ্রিয়তা পেয়েছে।  

অ্যান্ড্রয়েডের মতো আইওএস অপারেটিং সিস্টেমের জন্যও নেভিগেশন বারে আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। তবে অ্যান্ড্রয়েডে নেভিগেশন বারে চারটি ট্যাব থাকলেও, আইওএসে রয়েছে পাঁচটি ট্যাব। পঞ্চম ট্যাবটি সেটিংস অপশনের।  

news24bd.tv/aa