সাজেকে মেঘপল্লী রিসোর্টের সুইমিংপুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

সাজেকে মেঘপল্লী রিসোর্টের সুইমিংপুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির বাঘাইছড়া উপজেলার সাজেকে ভ্যালিতে পাহাড় কেটে নির্মাণাধীন মেঘপল্লী রিসোর্টের সুইমিংপুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে পাহাড় কাটা বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা হবে না, পাহাড় কাটা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পাহাড়কে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে এসব প্রশ্নের উত্তর দিতে হবে পরিবেশ মন্ত্রণালয় ও রাঙ্গামাটির জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের।

এর আগে, সাজেক ভ্যালিতে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে পাহাড় কাটা বন্ধ চেয়ে রিট আবেদন করে হিউম্যান রাইটস এন্ড পিস বাংলাদেশ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক