বগুড়ায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন

সংগৃহীত ছবি

বগুড়ায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন

অনলাইন ডেস্ক

বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন অবস্থিত ভবনটির ষষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুন লাগা ষষ্ঠতলা ইলেক্ট্রনিকস ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আগুনে নিয়ন্ত্রণে বগুড়ার ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক জানান, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

news24bd.tv/কেআই