স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষকরা ভূমিকা পালন করতে পারে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ

স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষকরা ভূমিকা পালন করতে পারে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘ বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বেশি করে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন আরো বাড়াতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষকরা ভূমিকা পালন করতে পারে। এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়, ও দুস্থ তিন হাজার ৩০০ পরিবার মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী সব কথা বলেন।  

কৃষিমন্ত্রী বলেন, ‘দরিদ্র মানুষেরা যেন ভালো করে ঈদ করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী ঈদের আগে ভিজিএফ চাল দিচ্ছেন। এটা মানবিক উদ্যোগ। ’

মো. আব্দুস শহীদ বলেন, ‘চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই জনগণের।

তাই জনগণের স্বার্থ রক্ষায় কাজ করলে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন মানুষের সেবা করার সুযোগ পাবে। ’

ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. দুদু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, উপজেলা আওযামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দে ভেবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানসহ আওয়ামী লীগ নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

news24bd.tv/আইএএম