রাজধানীতে ১৪ ভলভো বাস আগুন: তদন্ত কমিটি গঠন

আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস

রাজধানীতে ১৪ ভলভো বাস আগুন: তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেসের ডিপোতে রাখা বিলাসবহুল ১৪টি ভলভো বাসে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ডিএডি মো. শামসুজ্জোহাকে এবং সদস্য করা হয়েছে ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে।

সোমবার (১ এপ্রিল) ডেমরা থানার ধার্মিকপাড়ায় আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যায়।

এ দিন রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর ৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ৪৯ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈদের আগে একসঙ্গে এতগুলো গাড়িতে আগুনের ঘটনাটি নাশকতা নাকি স্রেফ দুর্ঘটনা, তা এখন পর্যন্ত জানায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক