মস্কো উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’

মস্কো উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি সিনেমা। ২০২২ সালে মস্কো উৎসবে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা ‘আদিম’। পরে বছর অফিশিয়াল সিলেকশনে জায়গা পায় নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এবার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করছে ‘নির্বাণ’ সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নির্বাণ’ সিনেমার পরিচালক আসিফ ইসলাম।

তিনি বলেন, 'আমরা অনেক আগেই মেইল পেয়েছি। তারা প্রতিযোগিতার জন্য চুড়ান্ত করেছেন ছবিটি।

তবে আজ উৎসব কতৃপক্ষ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠিকভাবে জানায়। এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম'।

গল্প প্রসঙ্গে পরিচালক বলেন ‘নির্বাণ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি।

নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে উৎসবে যোগ দিতে আগামী ১৮ এপ্রিল তিনি মস্কোর উদ্দেশে রওনা হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন। উৎসবে যুক্তরাজ্য থেকে যোগ দেয়ার কথা রয়েছে ‘নির্ভানা’র অন্যতম অভিনেত্রী প্রিয়াম আর্চি।  

অর্চি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, ফাতেমা তুজ জোহরা ইভা, ইমরান মাহাতির, সতেজ চৌধুরী।

উল্লেখ্য, এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৯ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৬ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ‘নির্ভানা’ ছাড়াও থাকছে রাশিয়া, জার্মান, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।

news24bd.tv/TR