ভারত থেকে ১৬২৬ কোটি ব্যয়ে কেনা হচ্ছে ট্রেনের ২শ' যাত্রীবাহী কোচ

সংগৃহীত ছবি

ভারত থেকে ১৬২৬ কোটি ব্যয়ে কেনা হচ্ছে ট্রেনের ২শ' যাত্রীবাহী কোচ

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

ভারত থেকে ট্রেনের ২'শত যাত্রীবাহী কোচ কিনতে ১ হাজার ৬২৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে এ সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী এ এই চ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে রেল মন্ত্রণালয়ের ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার ১ হাজার ৬২৬ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভারতের রাইটস লিমিটেড কোম্পানি থেকে কেনা হবে এই কোচ।

এর ঋণ সহায়তা করবে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে সরকার, যার প্রতি লিটারের দাম ১৫২ টাকা নয় আট পয়সা। ৫০ হাজার লিটার রাইস ব্রাইন তেলও কিনবে সরকার। তবে স্থানীয়ভাবে যার প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা।

'

এদিন বৈঠক শেষে আরও জানানো হয়, স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। যার প্রতি কেজি ১০২ টাকা সাত পাঁচ পয়সা দরে। এছাড়া সিঙ্গাপুরের ২টি স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কেনা হবে, যথাক্রমে প্রথমটার দাম প্রতি ইউনিট ৯ মার্কিন ডলার, দ্বিতীয়টি ৯ দশমিক আট নয় মার্কিন ডলার।

সেইসাথে সুইজারল্যান্ড থেকেও স্পট মার্কেটের মাধ্যমে প্রতি ইউনিট ৯ দশমিক চার নয় মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি কেনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান জানান, সরকার ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা সার কিনবে কাফকো থেকে। প্রতি টনের দাম পড়বে ৩৬৬ দশমিক তিন সাত পাঁচ মার্কিন ডলার।

তিনি জানান, পুলিশ সদস্যদের জন্য রাজধানীতে ৯টি আবাসিক ভবন নির্মাণের খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৬৬ কোটি ২৯ লাখ টাকা। এসব প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

news24bd.tv/FA