রুমা-থানচির ঘটনায় প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রুমা-থানচির ঘটনায় প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সব তথ্যই আপাতত প্রাথমিক বলে জানান তিনি।

বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ডাকাতির বিষয়গুলো খতিয়ে দেখাসহ প্রয়োজন অনুযায়ী সরকার যা করার তাই করবে। তবে কুকি চীন জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে জিম্মি ও অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় পুলিশ ও বিজিবির অভিযান চলছে। প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে। তবে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য নেই। কোন মামলাও হয়নি এখনও।

আজ বুধবার বেলা ১টার দিকে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এসময় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা চালায় তারা। তবে ব্যর্থ হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পালায় ওই সন্ত্রাসীরা।

news24bd.tv/FA