এক বছরে ৮০০ কোচ-ইঞ্জিন কিনবে রেলওয়ে: রেলমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে ৮০০ নতুন কোচ ও ইঞ্জিন কেনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

এক বছরে ৮০০ কোচ-ইঞ্জিন কিনবে রেলওয়ে: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগামী এক বছরের মধ্যে ৮০০ নতুন কোচ ও ইঞ্জিন কেনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বুধবার (৩ এপ্রিল) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, রেলওয়ের সক্ষমতা বাড়াতেই নতুন কোচ-ইঞ্জিন কেনা হবে। ইতোমধ্যে ২০০ বগি আমদানির অনুমোদন পাওয়া গেছে।

লোকোমোটিভ আমদানিরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, কালোবাজারি রোধে এবং যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে অনলাইন টিকেটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে ১৬২৬ কোটি ব্যয়ে কেনা হচ্ছে ট্রেনের ২শ' যাত্রীবাহী কোচ

রেলওয়ে বিভাগের দুর্নীতি সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা চাই না রেলে কোনো দুর্নীতি থাকুক। অনেক বড় জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে।

তারপরও রেলের দুর্নীতি রোধে সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রেলমন্ত্রী বলেন, এবার যাত্রীরা যেন ঈদে নিরাপদে বাড়িতে যেতে পারে সেজন্য রেলপথ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে। ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যারা আসন পাবেন না, তারা যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারেন, সেজন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

news24bd.tv/ab