তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৫

ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণ হয়েছে। ছবি: এনডিটিভি

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৫

অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, বিস্ফোরণের সময় প্রায় ৫০ জন মানুষ ছিলেন ওই ভবনটিতে।

 ভবনটির ভেতরে আরেকটি চুল্লি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করেছে।  

ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বেড় হচ্ছে। যা দেখে বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে আঁচ করা যায়।

 

এর আগে সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি কটন মিলে আগুন লাগে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর এক সপ্তাহ আগে একটি খাদ্য উৎপাদনের কারখানায় আগুনের ঘটনা ঘটে।

news24bd.tv/DHL