জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি বতসোয়ানার

সংগৃহীত ছবি

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি বতসোয়ানার

অনলাইন ডেস্ক

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আফ্রিকার দেশ বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি। হান্টিং ট্রফি আমদানির ওপর জার্মানি কড়াকড়ি করলে এ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, জার্মানদের প্রাণীদের সঙ্গে বসবাস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিবিসি জানায়, চলতি বছরের শুরুতে শিকার করা বণ্যপ্রাণির ট্রফি আমদানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা উচিত বলে মত দিয়েছে জার্মানির পরিবেশ মন্ত্রণালয়।

বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদমাধ্যমকে বলেছেন, জার্মানির পদক্ষেপ কেবল তার দেশের মানুষকে দরিদ্র করবে। সংরক্ষণের প্রচেষ্টার ফলে হাতির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শিকার তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে।

তিনি বলেন, জার্মানদের উচিত ‘প্রাণিদের সাথে একসাথে বসবাস করা, যেভাবে আপনি আমাদের বলার চেষ্টা করছেন।

এটা কোনো রসিকতা নয়। ’

বতসোয়ানায় বিশ্বের মোট হাতির এক-তৃতীয়াংশের বাস। সংখ্যার হিসেবে যা এক লাখ ৩০ হাজারের বেশি। হাতির পাল প্রায় সময় লোকালয়ে ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি করে, ফসল খেয়ে ফেলে। এমনকি অনেক সময় হাতির পদতলে পড়ে মানুষও মারা যান।

হাতির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এর আগে অ্যাঙ্গোলার মতো দেশে ৮ হাজার হাতি উপহার হিসেবে পাঠিয়েছে বতসোয়ানা। এছাড়া মোজাম্বিককে আরও কয়েকশ হাতি উপহার দেওয়ার প্রস্তাব করেছে দেশটি।

news24bd.tv/DHL