ধান ক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নড়াইলে জরুরি অবতরণ করেছে।

ধান ক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নড়াইলে জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার( ৩ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে বিমানটি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের ধান ক্ষেতে অবতরণ করে। বিমানের দুই চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নড়াইল সদর ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাহিদ ও মাহফুজ যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে পিটু- ৬ মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ে দুপুর ১টা ৩৪ মিনিটে উড্ডয়ন করেন।

উড্ডয়নের এক পর্যায়ে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালকরা এটিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের ধান ক্ষেতে বেলা পৌনে ৩টার দিকে জরুরি অবতরণে বাধ্য হন। এতে বিমানটির আংশিক ক্ষতি হলেও চালক দুজনই অক্ষত ছিলেন।

খবর পেয়ে অবতরণের কিছুক্ষনের মধ্যে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে যায়। দূর্ঘটনা কবলিত বিমানটিকে উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে, বিমান দূর্ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল নামে। বিমানটি দেখতে নারী-পুরুষ নির্বিশেষে দলে দলে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

news24bd.tv/ab