তাপপ্রবাহ থাকবে আরও ৭২ ঘণ্টা

চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপপ্রবাহ থাকবে আরও ৭২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আশপাশের এলাকাতেও এটি আরও বিস্তৃত হতে পারে। পাশাপাশি, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা বিরাজ করছে।

যা অব্যাহত থাকবে আরও অন্তত তিনদিন। আর বাতাসের জ্বলীয় বাষ্প বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে।

সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঐদিন থেকে সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টির। তবে সাধারণ ছিটেফোঁটা বৃষ্টিতে গরম কমবে না।

এর জন্য ভারী বৃষ্টির দরকার।

বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশের আবহাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা।

news24bd.tv/ab