মাটন তেহারি দিয়েই জমবে ইফতার, দেখে নিন রেসিপি 

মাটন তেহারি দিয়েই জমবে ইফতার, দেখে নিন রেসিপি 

অনলাইন ডেস্ক

এই রমজান মাসে ইফতারে ছোলা, মুড়ি, বেগুনি এসব ছাড়াও রাখতে পারেন মাটন তেহারি। কীভাবে বানাবেন রেসিপি দেখে নিন নিম্নে।   

উপকরণ

গোবিন্দভোগ চাল: ৩০০ গ্রাম

খাশির মাংস: ৫০০ গ্রাম

সরষের তেল: ৫-৬ টেবিল চামচ

ঘি: পরিমাণ মতো

জায়ফল গুঁড়ো: ১/২ চা চামচ

জয়িত্রী গুঁড়ো: ১/২ চা চামচ

কেওড়ার জল: ১ টেবিল চামচ

গোলাপজল: ১ টেবিল চামচ

গরম মশলা: এক চিমটি

পেঁয়াজ কুচি: ১ কাপ

আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ

দই: আধ কাপ

বেরেস্তা: ৫ টেবিল চামচ

খোয়া ক্ষীর: ১০০ গ্রাম

লবণ: স্বাদমতো

প্রণালী

কড়াইতে সরষের তেল ও ঘি সমান পরিমাণে নিন। এরপর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন বাটা দিন।

খানিকক্ষণ নাড়াচাড়া করে মাংসের টুকরোগুলি আর নুন দিয়ে কষিয়ে নিন। তারপর একে একে দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো দিয়ে মাংস ভাল করে সেদ্ধ করে নিন। অন্যদিকে, গোবিন্দভোগ চালে কাঁচা লঙ্কা, লবণ, তেজপাতা আর অল্প পরিমাণ জল দিয়ে ভাত বসান, যখন ভাত ৭০-৮০ শতাংশ হয়ে যাবে, তখন তাতে মাংস দিয়ে সঙ্গে কেওড়ার জল, গোলাপজল, জয়িত্রী গুঁড়ো, বেরেস্তা, খোয়া ক্ষীর দিয়ে দমে দিয়ে দিন। এভাবে ৫-৬ মিনিট দমে থাকার পর তৈরি হয়ে যাবে মাটন তেহারি।

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক