প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন ২১ বুয়েট শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন ২১ বুয়েট শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রগতিশীল ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নেয়া ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলায় হুমকির মুখে বুয়েটের ২১ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওই শিক্ষার্থীরা।

তারা জানান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশেরকেল্লাসহ বেশ কিছু পেজ থেকে তাদের তথ্য ও ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে, পাশাপাশি আবরার ফাহাদের হত্যাকারীদের উত্তরসূরি বলে চিহ্নিত করা হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা কিংবা জাতির জনকের ছবি রাখলেও হেনস্থার শিকার হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা ও প্রগতিশীল রাজনীতির অধিকার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় তারা।

news24bd.tv/SHS