পোশাক শিল্পের মূল্য সংযোজন সক্ষমতা ও রপ্তানি বৃদ্ধি না পেলে এতদিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকতো বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, চরম সংকটের মধ্যেও গত ৩ বছরে ৩৯৩ টি কারখানা বিজিএমইএ'র নতুন সদস্য হয়েছে, যা এ যাবতকালের রেকর্ড।
ফারুক হাসান জানান, গত ১৪ বছরে তুরষ্ক, সৌদি আরব ও চীনের মতো নতুন বাজারগুলোতে বাংলাদেশের পোষাক রপ্তানি ১৪গুণ বেড়েছে।
এতে দেখানো হয়, গেলো ১০ বছরে ম্যানমেইড ফাইবারে বাংলাদেশের অগ্রগতি ১৩ থেকে ২৭ শতাংশে উন্নীত হয়েছে। বিপরীতে প্রতিযোগী দেশ চীনে এ হার ৬২ শতাংশ এবং ভিয়েতনামে ৫৬ শতাংশ।
গবেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জনে দেশের রিসাইক্লিং শিল্পকে শক্তিশালী অবস্থানে নিতে হবে।
news24bd.tv/DHL