পোশাক শিল্পে মূল্য সংযোজন সক্ষমতা বৃদ্ধি না পেলে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকতো: বিজিএমইএ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

পোশাক শিল্পে মূল্য সংযোজন সক্ষমতা বৃদ্ধি না পেলে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকতো: বিজিএমইএ

অনলাইন ডেস্ক

পোশাক শিল্পের মূল্য সংযোজন সক্ষমতা ও রপ্তানি বৃদ্ধি না পেলে এতদিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকতো বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, চরম সংকটের মধ্যেও গত ৩ বছরে ৩৯৩ টি কারখানা বিজিএমইএ'র নতুন সদস্য হয়েছে, যা এ যাবতকালের রেকর্ড।

ফারুক হাসান জানান, গত ১৪ বছরে তুরষ্ক, সৌদি আরব ও চীনের মতো নতুন বাজারগুলোতে বাংলাদেশের পোষাক রপ্তানি ১৪গুণ বেড়েছে।

এসময় "রোড টু রিকভারি" শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উন্মোচন করা হয়।

এতে দেখানো হয়, গেলো ১০ বছরে ম্যানমেইড ফাইবারে বাংলাদেশের অগ্রগতি ১৩ থেকে ২৭ শতাংশে উন্নীত হয়েছে। বিপরীতে প্রতিযোগী দেশ চীনে এ হার ৬২ শতাংশ এবং ভিয়েতনামে ৫৬ শতাংশ।

গবেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জনে দেশের রিসাইক্লিং শিল্পকে শক্তিশালী অবস্থানে নিতে হবে।

স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে সরকারকে বিশেষ প্রণোদনা নিয়ে এগিয়ে আসতে হবে।

news24bd.tv/DHL