মিয়ানমারের টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

সংগৃহীত ছবি

মিয়ানমারের টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে আবারও বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বুধবার (৩ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর পর্যন্ত এ শব্দ শোনা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য।

ওপারে সংঘাতের কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ওপারে সংঘাত চলমান থাকায় সীমান্তে কিছুটা উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

news24bd.tv/কেআই