বান্দরবানে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি চলছে। তাৎক্ষনিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর না মিললেও পুরো এলাকা বিরাজ করছে আতঙ্ক।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা শুরু হয়। যা এখনো চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসীর সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি শুরু হয়। তারা এখনো হতাহতের কোনো খবর জানেন না। এলাকার স্থানীয়রা ভয়ে বাড়িতে অবস্থান করছেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে। বিকেলেও মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে র্যাবের মধ্যস্ততায় রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা চালিয়ে নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়।
news24bd.tv/SHS