জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ, জুমাতুম বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই মসজিদের প্রতিটি কোণ পরিপূর্ণ হয়ে যায়। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে মুসল্লিদের উপস্থিতি।

আজ শুক্রবার জুমাতুল বিদার পর দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করেন মুসল্লিরা।

পবিত্র রমজানের শেষ জুমা উপলক্ষে বায়তুল মোকাররমে আজ জামাত শুরুর অনেক আগেই বায়তুল মোকাররমে আসতে শুরু করেন মুসল্লিরা। আজানের সময়ই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতর। পরে বারান্দা এবং খোলা অংশ ছাড়িয়ে মার্কেটের ভেতরে পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়ান অনেকে। অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসেন শিশু-কিশোররাও।

মসজিদে আসা মুসল্লিরা বলছেন, রহমত, বরকত এবং মাগফেরাতের মাস রমজান শেষ সময়ে উপনীত হয়েছে। তাই মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে শেষ জুমার দিন মসজিদে আগেভাগেই এসেছেন তারা।

মুসল্লিরা আরও বলেন, মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। সারা বিশ্বেই পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। তাই একটু আগেভাগেই মসজিদে এসেছি।

news24bd.tv/SHS