ইউক্রেনের ৫৩ ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

ইউক্রেনের ৫৩ ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ রোস্তভ অঞ্চলকে লক্ষ্য করে ছোঁড়া হয় ড্রোনগুলো, যেখানে মস্কোর ইউক্রেন যুদ্ধের সদর দফতর অবস্থিত।

আজ শুক্রবার এই হামলার বিষয়টি জানিয়েছে এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতরাত থেকে সকাল পর্যন্ত কিয়েভ সরকার ড্রোন দিয়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, যা নস্যাৎ করা হয়েছে।

এছাড়া ৪৪টি ড্রোন দক্ষিণ রোস্তভ অঞ্চলে এবং বাকিগুলো অন্যত্র ভূপাতিত বা আটকানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশদের ভাষায়, এই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তর এ অঞ্চলের মূল শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত। মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক, বেলগোরদ ও ক্রাসদোনার অঞ্চলও আক্রান্ত হয়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক