সহজে মিলছে বাস-ট্রেনের টিকিট, তবুও অস্বস্তি ভাড়ায়

গাবতলী কাউন্টার

সহজে মিলছে বাস-ট্রেনের টিকিট, তবুও অস্বস্তি ভাড়ায়

নিজস্ব প্রতিবেদক

এবার অনেকটাই স্বস্তি রয়েছে বাস ও ট্রেনের ঈদযাত্রায়। নেই চিরচেনা ভিড়। রাজধানীর কমলাপুর থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়লেও তেমন কোনো বিপর্যয় ঘটেনি। বাসেও সহজেই মিলছে টিকিট।

তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে  গত কয়েকদিনের মতো আজ শনিবার (৬ মার্চ) সকালেও পরিবারের সঙ্গে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। টানা ছুটি পেয়ে চাকরিজীবীরা স্ত্রী-সন্তান নিয়ে ধরেন বাড়ির পথ। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অনেকটাই স্বস্তির এবারের ঈদযাত্রা।

সব টিকিট অনলাইনে বিক্রি হলেও প্রতারিত হচ্ছেন অনেকেই। ব্ল্যাকে জাল টিকিট কিনছেন অনেকেই। ফলে এক সিটের দাবি করছেন একাধিক যাত্রী।

এদিকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে অনেকটাই ফাঁকা দেখা যায়। কাউন্টারগুলোতে অলস সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। আবার যাত্রীদের অনেকই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।  

সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি গণমাধ্যমকে বলেন, বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/আইএএম