খারকিভে রুশ ড্রোন হামলায় নিহত ৬

সংগৃহীত ছবি

খারকিভে রুশ ড্রোন হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বিমান হামলায় ৬ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শনিবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ইউক্রেন পুলিশ জানিয়েছে, ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।

 খবর রয়টার্সের।

টেলিগ্রামে এক বার্তায় খারকিভের মেয়র আইহর টেরেকভ জানান, শেভচেনকিভস্কি জেলায় ইসরায়েলের হামলায় ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, হামলাটি আবাসিক এলাকায় চালানো হয়েছে। এ হামলায় অন্তত ৯টি ভবন, ৩টি ডরমিটোরি, প্রশাসনিক ভবন, দোকানপাট, একটি পেট্রোল স্টেশন, একটি সার্ভিস স্টেশন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যরাতের পর হামলাটি শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভকে অনেক দিন থেকেই হামলার লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। গত বুধবার সেখানে চালানো হামলায় চারজন নিহত হন।

এদিকে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ জানিয়েছেন একটি আবাসিক ভবন এবং খারকিভ শহরের উত্তরে একটি গ্রামে আলাদা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর কয়েক ঘণ্টা ধরে রাজধানী কিয়েভসহ খারকিভ এবং দেশের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলা জারি করা হয়েছিল।

news24bd.tv/DHL