বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে: নানক

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে: নানক

অনলাইন ডেস্ক

বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শনিবার (৬ এপ্রিল) রাজধানীতে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ইতোমধ্যেই বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সমালোচনার জন্য সরকারকে বেছে নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে-বাইরে সর্বত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে।

ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

এদিন পাটমন্ত্রী প্রথমে মোহাম্মদপুরের শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টারের পেছনে আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে সেখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর: নাছিম

এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab