ঢাবিতে বর্ষবরণ আয়োজনের ৮০ ভাগ কাজ সম্পন্ন

সংগৃহীত ছবি

ঢাবিতে বর্ষবরণ আয়োজনের ৮০ ভাগ কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বেশ জোরেশোরেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আয়োজন। মঙ্গল শোভাযাত্রাকে রাঙিয়ে তুলতে টানা কাজ করে যাচ্ছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।

নতুন বছরকে বরণ করে নিতে হাতে আছে আর মাত্র কয়েকটি দিন। এর পরই উদযাপন-উৎসবে মাতবে পুরোদেশ।

এবার 'দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এই তো আলো'--এই আহ্বানে ঊষালগ্নে রমনার বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণ করবে ছায়ানট।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের পুরো প্রস্তুতি। দিন যত এগিয়ে আসছে ব্যস্ততাও বাড়ছে কর্মীদের। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘আমরা তো তিমির বিনাশী’।

এ প্রতিপাদ্যে ঢাবির চারুকলা অনুষদে ১৯ মার্চ থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।

পহেলা বৈশাখ ১৪৩১, রোববার সকাল ৯টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। হাতি, টেপা পুতুলসহ চারটি কাঠামো নির্মাণ করা হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন। কেমন হচ্ছে এবারের আয়োজন, তা দেখতেও ভিড় করছেন অনেকে।

গণমাধ্যমে এ নিয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ‘এবারের নববর্ষের প্রথম প্রভাতে আমরা মানুষের জয়গান করবো। ভোগবাদ নয়, স্বার্থপরতা নয়, মনুষ্যত্বকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান স্বাভাবিকতার সাধনা এবং সম্প্রতির ধ্যান। দূর করো আত্মকেন্দ্রীকতা, আপনি জ্বালো এই তো আলো। ’

news24bd.tv/FA