রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, ৪ হাজার ব্যক্তিকে উদ্ধার

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের নিকটে অবস্থিত অরেনবার্গ অঞ্চলে একটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, ৪ হাজার ব্যক্তিকে উদ্ধার

অনলাইন ডেস্ক

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের নিকটে অবস্থিত অরেনবার্গ অঞ্চলে একটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ ঘটনায় আটকে পড়া ৪ হাজার ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির সরকার। খবর আল জাজিরার।

শনিবার (৬ এপ্রিল) অরেনবার্গ শহরের গভর্নরের কার্যালয় জানায়, মৌসুমি বৃষ্টির ফলে বাঁধটি ক্ষতির সম্মুখীন হয়।

এ ঘটনায় প্রায় ২ হাজার ৫০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অর্স্ক অঞ্চলে অবস্থা সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে।

এদিকে, কর্তৃপক্ষ অরেনবার্গ শহরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার ব্যাপারে সতর্ক করেছে।

রাশিয়ার জরুরি সেবা কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে বন্যার্তদেরকে লাইফ জ্যাকেট পড়াতে দেখা গেছে।

বাঁধ নির্মানে নিয়ম না মানার অভিযোগ তদন্তে রাশিয়া সরকার একটি ফৌজদারি মামলাও দায়ের করেছে।

স্থানীয় সরকারি আইনজীবীর কার্যালয় জানায়, রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণেই বাঁধটি ভেঙে পড়েছে।  

উরাল পর্বত, পশ্চিম সাইবেরিয়া এবং কাজাখস্তানের বেশকিছু অঞ্চলে এই বসন্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক