কমলাপুর রেলস্টেশনে ঈদ ঈদ আমেজ, নেই ভোগান্তি

কমলাপুর রেলস্টেশনে ঈদ ঈদ আমেজ, নেই ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

ঈদকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো মানুষের পাদচারণায় মুখর রাজধানীর কমলাপুর রেলস্টেশন। ঈদযাত্রার পঞ্চম দিনে ভিড় বেড়েছে অনেকটা।

ভিড় বাড়লেও ট্রেনের যে চিরচেনা চিত্র, তা কিন্তু নেই। সকলেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন।

নেই তেমন কোন শিডিউল বিপর্যয়। রোববার সকাল ১০টার মধ্যেই ১১টি ট্রেন প্লাটফর্ম নিদিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে যায়। এর মাঝে একটি ঈদ উপলক্ষে চালু হওয়া বিশেষ ট্রেনও রয়েছে।

ট্রেনে বাড়তি চা কিংবা শিডিউল বিপর্যয় এখনো নেই তাই এবারের ট্রেন যাত্রায় বেজায় খুশি যাত্রীরা।

তবে দূরদূরান্ত থেকে ট্রেন আসার পর সেটি পরিষ্কার করা এবং ইঞ্জিন পরীক্ষার জন্য কিছুটা সময় লাগছে। যার ফলে কিছু কিছু ট্রেন ২৫-৩০ মিনিট দেরিতে ছাড়ছে।

এছাড়া অনলাইনে টিকিট কাটা নিয়ে কিছুটা সমস্যার কথা বলছেন অনেকে। বিশেষ করে এক সাথে পরিবার নিয় যাত্রা করার ক্ষেত্রে অনলাইনে এক পাশাপাশি বিট পাওয়া অসাধ্য বিষয় বলে জানান যাত্রীরা। এবার ঈদে ৪২টি আন্ত নগর, ২৫টি কমিউটার ও রাজধানীতে ২টি স্পেশাল ট্রেন চলছে।

এই রকম আরও টপিক