মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তি প্রকাশ যাত্রীদের 

মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তি প্রকাশ যাত্রীদের 

অনলাইন ডেস্ক

জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে গাজীপুর জেলার প্রধান দুটি মহাসড়কের পাশে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।  

রোববার গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের দিকনির্দেশনায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের দুইজন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও জেবুন নাহার।

উচ্ছেদ কার্যক্রমে চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় রাস্তার উভয় পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা ও মহাসড়কের দশ মিটারের মাঝে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এতে যানচলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

news24bd.tv/TR