গরমে ত্বকের যত্ন নেবেন যেভাবে

প্রতীকী ছবি

গরমে ত্বকের যত্ন নেবেন যেভাবে

অনলাইন ডেস্ক

কয়েকদিন পর আসছে ঈদ। এই গরমে ঈদের আগে ত্বকের যত্নে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন সকলের। কেন না গরমে ত্বক খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। এই গরমে ত্বককে ভাল রাখতে কী করবেন জেনে নিন নিম্নে-

১।

গরমে গোসলের পানিতে দুধ মিশিয়ে নিতে পারেন কিংবা সুগন্ধীযুক্ত শাওয়ার জেল ব্যবহার করুন। এতে ত্বক থাকবে নরম।

২। রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক ভাল থাকে।

৩। কাঁচা দুধ, লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে দিয়ে মুখ ধুলে তা ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য় করে।

৪। গরমে রাস্তায় বেরোলে সানস্ক্রিনের ব্য়বহার আবশ্য়ক। সানস্ক্রিন লোশনের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে নিতে পারেন, অ্যালোভেরা আমাদের ত্বককে আর্দ্র রাখে।

৫। মধু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। এটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এর জন্য পানির মধ্যে মধু মিশিয়ে ১৫ মিনিট রেখে দিয়ে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

news24bd.tv/TR       

এই রকম আরও টপিক