খালি বাসায় সিসিটিভি স্থাপনের পরামর্শ আইজিপির

খালি বাসায় সিসিটিভি স্থাপনের পরামর্শ আইজিপির

নিজস্ব প্রতিবেদক

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

রোববার (৭ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা ছাড়ার সময় বাসায় রেখে যাওয়া জিনিস সতর্কভাবে রাখতে হবে। কারণ ঈদে বাসাবাড়িতে চুরির হার বেড়ে যায়। খালি বাড়ি সিসিটিভির আওতায় এনে ঢাকা ছাড়ার পরামর্শ আইজিপির।

ঈদ ও পহেলা বৈশাখ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে কয়েক দিন আগেই। ভিড় এড়াতে অনেকে আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়েছেন। তবে ছুটির অপেক্ষায় রাজধানীতে অবস্থান করছেন চাকরিজীবীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক