যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হলো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে

যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হলো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে

অনলাইন ডেস্ক

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশে এসেছেন।  রোববার (৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ব্রাজিলের এই মন্ত্রী।

ইতোমধ্যে তাকে আপ্যায়ন করার জন্য সাজানো হয়েছে বাহারি খাবারের মেন্যু।

পবিত্র রমজান মাসের ইফতারসহ সেই মেন্যুতে রয়েছে বেশ কিছু মুখরোচক খাবার। প্রথমেই স্টার্টার হিসেবে তাকে পরিবেশন করা হয় খেজুর, পেঁয়াজু, বুট ও মুড়ি।

এরপর রয়েছে ক্রিম অব মাশরুম স্যুপ এবং স্মোকড হিলসা। এরপর একে একে মটরশুঁটি পোলাও, সিদ্ধ মৌসুমি সবজি, কিং প্রণ মালাই কারি, বোনলেস গ্রিলড চিকেন, স্লো কুকড মাটন।

ডেজার্ট হিসেবে মেন্যুতে রয়েছে টক মিষ্টি ইয়োগার্ট। এরপর চা ও কফি।

উল্লেখ্য, আজ বিকেলে ব্রাজিল-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়াও বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরকালীন আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

news24bd.tv/SC