দক্ষিণ গাজা থেকে সেনা অপসারণ করলো ইসরায়েল

দক্ষিণ গাজা থেকে সেনা অপসারণ করলো ইসরায়েল

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই দক্ষিণ গাজা থেকে একটি ব্রিগেড ছাড়া সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। রোববার (৭ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যদিও সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি। সেনা প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরে দীর্ঘ হুমকির প্রতিকার হবে কিনা তা স্পষ্ট নয়।

কারণ হামাসকে নির্মূল করতে সব ধরনের অভিযান চালানোর হুমকি দিয়েছিলো ইসরায়েল।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন দফা আলোচনার আয়োজন করেছিল মিসর। এমন সময় সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

এরমধ্যে গত কয়েক মাস ধরে শুধু দক্ষিণ গাজাতেই মূল ফোকাস ছিল ইসরায়েলি বাহিনীর। মিসরের রাফা সীমান্ত ছিল দশ লাখের বেশি ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয়স্থল।  

উল্লেখ্য, ইসরায়েলের তথ্যমতে, ৭ অক্টোবরের হামলার সময় ২৫০ জনের বেশি জিম্মি করা হয়েছিল এবং প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

news24bd.tv/SC