ঈদের কেনাকাটায় বসুন্ধরা সিটিতে উপচে পড়া ভিড়

বসুন্ধরা সিটি (ফাইল ছবি)

ঈদের কেনাকাটায় বসুন্ধরা সিটিতে উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

ঈদের বাকি দুই-তিন দিন। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা করতে রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই বসুন্ধরা সিটিতে উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউরা পরিবার পরিজন নিয়ে।  এক ছাদের নিচে সব পোশাক পেতে কেউ কেউ এসেছেন অন্য জেলা থেকেও।

কিনতে হবে ঈদের পোশাক। স্টাইলিশ আর উন্নতমানের পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক কিনতে এমন ভিড় জমেছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।  

ঈদ কেনাকাটায় দোকানে দোকানে নারী-পুরুষের দীর্ঘ সারি। কিনছেন পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ নানা ঈদের পোশাক৷ দাম নিয়ে ক্রেতা-বিক্রিতাদের মধ্যে দরকষাকষি শেষে পণ্য বিক্রি করতে পেরে বিক্রেতারা খুশি।

বিক্রেতারা জানান, হালকা ডিজাইনের সুতি কাপড়ের পোশাক বেশি বিক্রি হচ্ছে। দিনরাত এক করে চলছে বেচাকেনা। জমজমাট ঈদ বাজারে হাসি বিক্রেতাদের মুখে।  

নারীদের সঙ্গে সমানতালে কেনাকাটায় ব্যস্ত পুরুষরাও। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাঞ্জাবি আর শার্ট প্যান্টের দোকানে ছিল ভিড়। স্টাইলিশ নানান ব্র্যান্ডের পোশাকে ঈদ আনন্দ পরিপূর্ণ করতে চলছে শেষ সময়ের বিকিকিনি।  চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় প্রত্যাশা করেন বিক্রেতারা।  
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক