রাজধানীর একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ছেলে সাহাদাত ও বাবা মশিউর রহমান

রাজধানীর একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়ার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) বিকেলে তাদের মরদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন বাবা মশিউর রহমান এবং তার ছেলে সাহাদাত। এ ঘটনায় মেয়ে সিনথিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথমিকভাবে পুলিশ ধারণা করছেন, বাবা নিজে আত্মহত্যা করার আগে ছেলেকে হত্যা করেছেন। মেয়েকে হত্যার চেষ্টা করেছেন। পুলিশ এসে মশিউর রহমানকে ঝুলন্ত উদ্ধার করলেও ছেলে-মেয়ে অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মশিউর রহমান একটি ডেপোলপার কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে তালতলার একটি বাসায় তিন বছর ধরে থাকছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ কর্মকর্তা সজীব দে সাংবাদ মাধ্যমকে বলেন, ওই সময় মশিউরের স্ত্রী ছাত্র পড়াতে বাইরে গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাবা মশিউর রহমান প্রথমে ছেলে সাহদাব ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ ছেলের মরদেহ উদ্ধার করে। মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক