সব ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনতেই ডিজিটালাইজেশন: অর্থ প্রতিমন্ত্রী 

সব ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনতেই ডিজিটালাইজেশন: অর্থ প্রতিমন্ত্রী 

অনলাইন ডেস্ক

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘আর্থিক খাত দুর্নীতিমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ডিজিটালাইজেশন করার উদ্দেশ্যই হচ্ছে সব ক্ষেত্রে দুর্নীতিটাকে কমিয়ে আনা।  

রোববার (৭ এপ্রিল) দুপুরে ইআরএফ মিলনায়তনে ‘মাইক্রো ইকোনমি স্টাবিলিটি অ্যান্ড নেক্সট বাজেট’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

অর্থনীতি-বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের অনেক কিছুই ডিজিটালাইজ হয়েছে, আরও হবে। এখানে মনোযোগ দেওয়া হচ্ছে। দুর্নীতি শতভাগ দূর করে ফেলবো সেটা বলা যাবে না।

তবে এ টুকু বলতে পারি- আর্থিক খাতে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি কমবে। ’  

তিনি বলেন, ‘২০০৯-১০ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে সেটা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটা একটা বিরাট পরিবর্তন। এ পরিবর্তনের কারণে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। ’

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বাজেট প্রণয়নে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় তা না হলে এত ভর্তুকি কেন দেওয়া হয়। দেশের অর্থনীতির জন্য প্রাইভেট সেক্টর খুবই গুরুত্বপূর্ণ প্রতিবছরের বাজেটে সেটা প্রতিয়মান হয় বলেও তিনি উল্লেখ করেন।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির গতি বাড়াতে রপ্তানি বৃদ্ধি ও নতুন বাজার বাড়ানো প্রক্রিয়া চলমান রয়েছে।  

news24bd.tv/আইএএম