লিভারপুলকে রুখে দিয়ে লিগ জমিয়ে তুললো ইউনাইটেড

লিভারপুলকে রুখে দিয়ে লিগ জমিয়ে তুললো ইউনাইটেড

অনলাইন ডেস্ক

ম্যাচটা ছিল ইংলিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের। তবে ওল্ড ট্রাফোর্ডে এ ম্যাচের দিকে চোখ ছিল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটিরও। কেননা ঘরের মাঠে ইউনাইটেড দারুণ কিছু করতে পারলেই যে শিরোপা লড়াই আরও জমে ওঠে। হয়েছেও তাই।

ইউনাইটেড জয় হাতছাড়া করলেও রুখে দিয়েছে লিভারপুলকে। তাতে লাভটা হয়েছে আর্সেনাল আর সিটির।  

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে শুরুতে গোল হজম করে ইউনাইটেডই। ২৩ মিনিটে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল।

এরপর গোল শোধ আর এগিয়ে যাওয়া - ইউনাইটেড ছিল জয়ের পথেই। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মেদ সালাহর গোল শেল হয়ে বেঁধে স্বাগতিকদের বুকে। ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ এবং ৬৭ মিনিটে কবি মাইনোর গোলও বৃথা যায় তাই।  

তবে লাভটা হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। লিভারপুল পয়েন্ট হারানোয় ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে এখন লিভারপুল। এদিকে, অলরেডসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে সিটিরও। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার দল।

news24bd.tv/SHS