ঈদে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা 

ঈদে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা 

অনলাইন ডেস্ক

প্রতি বছর ঈদকে ঘিরে দেশের ঘিরে সিনেমা হলগুলো সরব হয়ে ওঠে। ঈদ আসতেই দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় একাধিক সিনেমা। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। এবার ঈদুল ফিতরে সম্ভাব্য মুক্তির তালিকায় ১৩টি সিনেমার নাম শোনা গিয়েছিল।

যদিও রোববার রাত পর্যন্ত মুক্তির তালিকায় যোগ হওয়া সিনেমাগুলো হলো ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’।

বহু বছর পর এবার বেশিসংখ্যক সিনেমা দেখা গেল মুক্তির তালিকায়। যদিও দর্শক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেষ পর্যন্ত কটি সিনেমা মুক্তি পেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

পরিবেশকেরা জানান, ১১টি ছবির হল বুকিং দিচ্ছে চারটি পরিবেশনা প্রতিষ্ঠান।

এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ঘরে রয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’।

জানা গেছে, ‘রাজকুমার’ পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। এর ব্যবস্থাপক আলীমুজ্জামান জানিয়েছেন, একক হল ও মাল্টিপ্লেক্স মিলে শতাধিক হলে মুক্তি পাবে ছবিটি। কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি একক ও মাল্টিপ্লেক্সে ‘ওমর’ মুক্তি পাবে। তবে ‘আহারে জীবন’ ছবিটির কিছু শো মাল্টিপ্লেক্সে চলবে। ‘লিপস্টিক’, ‘দেয়ালের দেশ’, ‘সোনার চর’ ও ‘মেঘনা কন্যা’ পরিবেশন করছে অভি কথাচিত্র। পরিবেশক জানিয়েছেন, ‘লিপস্টিক’ ছবিটি কিছু একক হল পাবে। তবে ‘লিপস্টিক’সহ বাকি ছবিগুলোর একাধিক শো থাকবে মাল্টিপ্লেক্সে। ‘মায়া দ্য লাভ’ ছবিটি প্রযোজক নিজেই পরিবেশন করছেন। অল্প কয়েকটি একক হলসহ মাল্টিপ্লেক্সে চলবে ছবিটি।

দেশের নিয়মিত হল ৬০ থেকে ৭০টি। তবে ঈদ উৎসবে বন্ধ থাকা প্রায় ৫০টি হল খোলা হচ্ছে। এতে মোট একক হলের সংখ্যা ১২০। নিয়মিত হলের পাশাপাশি বন্ধ থাকা হলগুলো পরিষ্কার–পরিচ্ছন্ন করে সাজানো শুরু হয়েছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রাম সিলভার স্ক্রিন, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, লায়ন সিনেমাসসহ সিনেপ্লেক্সের পর্দার সংখ্যা ৩৫। সব মিলিয়ে হলসংখ্যা দাঁড়ায় ১৫০টি।

news24bd.tv/TR