একীভূত হচ্ছে সিটি ব্যাংক-বেসিক ব্যাংক

বেসরকারি  সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে।

একীভূত হচ্ছে সিটি ব্যাংক-বেসিক ব্যাংক

অনলাইন ডেস্ক

বেসরকারি  সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। সোমবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এই তথ্য দেন।

তিনি বলেন, স্বেচ্ছায় কোনো ব্যাংক একীভূত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আপত্তি নেই। মার্চ পর্যন্ত লক্ষ্য অনুযায়ী দুর্বল ব্যাংকগুলো নির্দিষ্ট সূচক অর্জন করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণে বাধ্য করবে।

সিটি ও বেসিক ব্যাংকের মার্জার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে মেজবাউল হক বলেন, এটি হলে বেসরকারি খাতের দ্বিতীয় ব্যাংক হিসেবে একীভূত হবে বেসিক ব্যাংক।

এর আগে বেসরকারি খাতের শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে নাজুক পদ্মা ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

news24bd.tv/ab