শেষ সময়ে তেমন ভিড় নেই রাজধানীর শপিং মলগুলোতে

রাজধানীর একটি শপিংমলে কেনাকাটা (ফাইল ছবি)

শেষ সময়ে তেমন ভিড় নেই রাজধানীর শপিং মলগুলোতে

অনলাইন ডেস্ক

রমজানের শেষ সময়ে অন্যবারের মতো ভিড় নেই শপিং মলগুলোতে। কেনাকাটায় ঈদের আগের দিনগুলোতে অনেকটা ভাটা পড়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) রাজধানীর বিভন্ন শপিংমল ঘুরে এমন চিত্র চোখে পড়ে। ঘরমুখো মানুষের অনেকে জানিয়েছেন, অনলাইন থেকে এবারের ঈদ শপিং সারবেন তারা।

 

অন্যান্যবার দেখা যায়, ঈদের দুই-একদিন আগে রাজধানীর দোকান ও শপিংমলগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না। রাজধানীর পোশাকের দোকানগুলো দেখা যায় উপচেপড়া ভিড়। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। লম্বা ছুটি থাকায় অনেকেই কেনাকাটা সেরে ঢাকা ছেড়েছেন।

কারও কারও কাছে দামটা এবার চড়া মনে হওয়ায় কম পণ্য কিনেছেন।  

বিক্রেতারা জানান, শেষ কয়েকটা দিন আরও বিক্রির প্রত্যাশা ছিল তাদের। তবে সে আশায় গুড়েবালি। আবার সব মিলিয়ে বিক্রিবাট্টা মন্দ হয়নি বলেও জানান অনেক বিক্রেতা।  

বিক্রেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ছোঁয়া লেগেছে ঈদবাজারে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক