ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

সবার আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার দেশটি আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার। এদিকে পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার দেখা যাবে ঈদের চাঁদ। সেই হিসেবে দেশটিতে আগামী বুধবার ঈদ হবে বলে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল সোমবার নিশ্চিত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে চাঁদ দেখা যাবে উল্লেখ করে রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।

রুয়েত-ই-হেলালের সদর দপ্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। খালিদ ইজাজ বলেন, ‘আকাশ মেঘ না থাকলে, তহালে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।

এদিকে রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে কবে ঈদুল ফিতর হবে— সেই ঘোষণা আসবে।

আরও পড়ুন: ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক